বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রামদা হাতে নৃত্য: দুই যুবক গ্রেপ্তার

  •    
  • ২৮ মে, ২০২১ ২০:০৪

মাদক বিক্রিতে বাধা দেয়ায় মাদক বিক্রেতাদের হামলায় আহত হন ব্যবসায়ী দেলোয়ার হোসেন। এই ঘটনায় গত ১৭ মে রাতে সাতজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন তার স্ত্রী। এরপর মামলা তুলে নিতে রামদা হাতে নেচে গেয়ে ভিডিও ধারণ করে তা মোবাইলের ম্যাসেঞ্জারে পাঠিয়ে ভয় দেখান দুই যুবক।

মামলা প্রত্যাহার করতে বাদীকে ভয় দেখাতে যারা রামদা হাতে নৃত্য করেছিলেন, তাদের মধ্যে দুই জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

এরা হলেন সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মেহেদি হাসান এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের রাসেল মিয়া।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা দুই জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আমরা জেনেছি এ ঘটনায় আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

তিনি জানান, মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা ধরা হয় মেহেদি হাসানকে।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ এর একটি দল চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে ধরে রাসলে মিয়াকে।

পরে বিকেলে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় তাদের হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় মাদক বিক্রেতাদের হামলায় গুরুতর আহত হন দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী।

এই ঘটনায় গত ১৭ মে রাতে সাতজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ারের স্ত্রী আয়েশা আক্তার।

এ ঘটনার পর মামলা তুলে নিতে রামদা হাতে নেচে গেয়ে ভিডিও ধারণ করে তা মোবাইলের ম্যাসেঞ্জারে পাঠিয়ে ভয় দেখান দুই যুবক। পরে এ ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে যাদের দেখা যায় তারা হলেন মেহেদি হাসান ও রাসেল মিয়া।

তারা ওই ভিডিওতে হিন্দি গানের (লুঙ্গি ড্যান্স) তালে তালে তাদের উল্লাস করে ফেসবুকে ছড়িয়ে দেয়।

দেলোয়ারের ওপর হামলা মামলার প্রধান আসামি মো. শাহজালালকে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, র‌্যাব থেকে আসামিদের থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার আদালতে পাঠাব।

এ বিভাগের আরো খবর