কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণে অভিযান চালায় র্যাব।
র্যাবের কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব শুক্রবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এবং সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় দুপুরে আলাদা মাদকবিরোধী অভিযানে যায় র্যাব। এ সময় ৫৩ কেজি গাঁজা ও ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর সদরের ননীগ্রামের আবদুল্লাহ, তার স্ত্রী জেসমিন, কুমিল্লার বুড়িচংয়ের চড়ানল গ্রামের ফাহিম, বরিশালের বাহাদুরপুর গ্রামের রবিন ও শরীয়তপুরের নড়িয়া থানার মৌসুরা গ্রামের মিরাজ।
র্যাব কর্মকর্তা সাকিব জানান, আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী ও কোতোয়ালি মডেল থানার ওসি জানান, মাদকসহ আটক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে নেয়া হবে।