গাজীপুরের কাপাসিয়ায় ৫০ কেজি পচা মাংস জব্দ করে শীতলক্ষ্যা নদীতে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় মূল্যতালিকা, প্রাণীর ধরন ও প্রাণিসম্পদ বিভাগের জবাই সনদ না থাকায় তিন মাংসবিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার টোক, বীরউজলী, লতাপাতা ও আমরাইদ বাজারে শুক্রবার সকাল ১১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মাৎ ইসমত আরা।
তিনি জানান, টোক বাজারে আসাদ মিয়া যে মাংস বিক্রি করছিলেন তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এবং প্রচুর মাছি উড়ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় তিনি কৌশলে পালিয়ে যান। পরে বস্তাভর্তি প্রায় ৫০ কেজি মাংস পাশের শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়।
অপরদিকে উপজেলার বীরউজলী, লতাপাতা ও আমরাইদ বাজারে মূল্যতালিকা, প্রাণীর ধরন ও প্রাণিসম্পদ বিভাগের জবাই সনদ না থাকায় তিন মাংসবিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।