চট্টগ্রামের মিরসরাইয়ে আলাদা দুই অগ্নিকাণ্ডে ১১টি বসত ঘর পুড়ে গেছে।
উপজেলার বারৈয়ারহাট পৌরসভার শান্তিরহাট এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে আগুনে ১০টি বসতঘর পুড়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে তালবাড়িয়া এলাকার জামালের দোকানের পাশে একটি বসত ঘরে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘সকাল ১০টার দিকে বারৈয়ারহাটের শান্তিরহাট এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। আমাদের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১০টি বসত ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তালবাড়িয়া এলাকায় আরেক অগ্নিকাণ্ডে পুড়েছে একটি ঘর। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।