বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত

  •    
  • ২৮ মে, ২০২১ ১৮:০৩

নিহত আবু সাঈদের বাবা বোরহান উদ্দীন বলেন, ‘বাড়ির পাশে সাইকেল চালাতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা তারে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবু সাঈদ। সাঈদকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় চাচাতো ভাই বাবলু। পরে বাবলুকে বাঁচাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন তার বাবা হারুনুর রশিদ।’

কিশোরগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের জালিয়া এলাকায় শুক্রবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন জালিয়া এলাকার হারুনুর রশিদ, তার ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী বাবলু মিয়া, ভাতিজা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ।

নিহত আবু সাঈদের বাবা বোরহান উদ্দীন বলেন, ‘বাড়ির পূর্ব দিকে বাঁশের খুঁটির ওপর দিয়ে পাশের মানিক মিয়ার বাড়ি পর্যন্ত বিদ্যুতের একটা সংযোগ আছে। ঝড়ের কারণে ওই খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। কিন্তু বিষয়টি সবার নজর এড়িয়ে যায়।

‘বাড়ির পাশে সাইকেল চালাতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা সেই তারে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবু সাঈদ। সাঈদকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তার চাচাতো ভাই বাবলু। পরে বাবলুকে বাঁচাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন তার বাবা হারুনুর রশিদ।

‘পরে স্থানীয়রা বিদ্যুতের সংযোগ বন্ধ করে আহতদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।’

এ বিভাগের আরো খবর