বগুড়ার শাজাহানপুরে একটি মাদ্রাসার নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জয়নাল আবেদীনের বাড়ি উপজেলার খোট্টাপাড়া গ্রামে। তিনি মাদ্রাসার পাশেই বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসায় মূলত নৈশপ্রহরীর দায়িত্বে আছেন নিহতের ছেলে আবুল কাশেম। অসুস্থ হওয়ায় তার পরিবর্তে বাবা জয়নাল ওই মাদ্রাসার নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কাশেম মাদ্রাসায় ছিলেন। পরে তার বাবা মাদ্রাসায় গিয়ে ছেলেকে বাড়ি পাঠিয়ে দেন। সকালে জয়নাল বাড়ি না ফেরায় তার ছেলে মাদ্রাসায় গিয়ে শ্রেণিকক্ষের মেঝেতে বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই আরও জানান, জয়নাল মাদ্রাসার একটি কক্ষে ঘুমাতেন। ওই কক্ষের দরজা খোলা ছিল বলে কাশেম পুলিশকে জানান। মাদ্রাসা থেকেও কোনো কিছু খোয়া যায়নি।
ঘটনার পর থেকেই হত্যার কারণ নিশ্চিত করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান এসআই।