মানিকগঞ্জের শিবালয়ে এক প্রেসশ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ফসলের মাঠ থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রমজান আলী ওই গ্রামেরই বাসিন্দা। তিনি ঢাকার উত্তরায় একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিলেন।
রমজানের ফুফাতো ভাই নাসির মিয়া জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রমজান। রাত ১০টার দিকে শিবালয়ের মহাদেবপুর বাজারে পৌঁছানোর পর তার স্ত্রীর সঙ্গে সবশেষ কথা হয়।
এ সময় রমজান জানান যে তিনি অল্প সময়ের মধ্যেই বাড়ি পৌঁছে যাবেন। কিন্তু অনেক সময় পরেও বাড়ি না পৌঁছানোয় এবং রমজানের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তি ক্ষেত থেকে মরিচ তুলতে গিয়ে রমজানের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রমজানের গলা, মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।