ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়েছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দোকানিদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পৌর শহরের শহীদ হারুন পার্কের সামনে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই দোকানগুলোতে আগুন লাগে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, ‘স্থানীয় লোকজন জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে পুড়ে আনোয়ারুল হকের লাইব্রেরিতে তিন লাখ টাকার বই, সুমন কুমার বিশ্বাসের ভাই ভাই স্টোরে দুই লাখ টাকার পণ্য ও পলাশ কান্তি বিশ্বাসের একটি ঘর ও গোডাউনের পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
‘ওই দোকানগুলোর পাশে ছিল জনতা ব্যাংক, বাসাবাড়ি ও বিভিন্ন দোকান। আগুন নিয়ন্ত্রণে এনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।’
দেলোয়ার হোসেন বলেন, ‘ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে সবাই নির্দিষ্ট দূরত্বে চলে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানসহ অনেকে।