বগুড়ার শিবগঞ্জে কৃষকের কাছে চাঁদাবাজির অভিযোগে ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরিফুলের বাড়ি শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ২৪ মে দুপুরে কৃষক নূরুল ইসলামের বাড়িতে গিয়ে শরিফুল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র দেখান। বাড়িতে অবৈধ ব্যবসা করছে দাবি করে নূর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে চান।
এরপর তাদের ছেড়ে দেয়ার জন্য শরিফুল ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। নুরুল তখন শরিফুলকে ১৫ হাজার টাকা ও সন্ধ্যায় আরও ৩ হাজার টাকা দেন।
ওসি আরও জানান, সন্ধ্যায় টাকা নেয়ার সময় নূরুলের কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করে শরিফুল। একপর্যায়ে কৃষক নূরুল তার প্রতিবেশী মনোয়ারের মাধ্যমে জানতে পেরে শরিফুল কোনো পুলিশ নয়। তাকে জিম্মি করে টাকা আদায় করেছে। এরপর তিনি বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ করেন।
প্রতারণার অভিযোগে শরিফুলের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ওসি।