বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাতির আক্রমণে নিহত ১

  •    
  • ২৮ মে, ২০২১ ০২:০৬

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জুব্বার জানান, নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাতা ও হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়ায় সন্ধ্যা থেকে বন্য হাতির একটি দল তাণ্ডব চালায়। এ সময় দলছুট একটি হাতির পায়ে পিষ্ট হয়ে অপু মারা যান।

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে অপু মারাক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম পানিহাতায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জুব্বার জানান, নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাতা ও হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়ায় সন্ধ্যা থেকে বন্য হাতির একটি দল তাণ্ডব চালায়। এ সময় হাতির দলটি গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করতে থাকে।

দুই গ্রামের কয়েক শ মানুষ মশাল, সার্চলাইট ও সাইরেন বাজিয়ে হাতির তাণ্ডব ঠেকানোর চেষ্টা চালায়। হাতির দলটিও লোকজনকে পাল্টা আক্রমণ করে। মধ্যরাত পর্যন্ত হাতি-মানুষের লড়াই চলার একপর্যায়ে একটি হাতি দলছুট হয়ে পেছনে পড়ে যায়। একইভাবে হাতির দলকে পাহাড়ের দিকে তাড়া দিয়ে ফেরার সময় দলছুট হয়ে পেছনে পড়ে যান অপু মারাক। দলছুট হাতিটির পায়ে পিষ্ট হয়ে অপু মারা যান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহাম্মেদ বাদল এ খবর নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো খবর