বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভেসে গেছে ৬৪ কোটি টাকার মাছ, ১০০০ মহিষ

  •    
  • ২৭ মে, ২০২১ ২২:১৮

বিভাগীয় মৎস্য অধিদপ্তর জানায়, অস্বাভাবিক জোয়ারে বরিশাল বিভাগে সাড়ে ১২ হাজার পুকুর ও ঘের ডুবে ৬৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেসে গেছে কৃষকের প্রায় এক হাজার মহিষ।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বরিশাল বিভাগে সাড়ে ১২ হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। তীব্র স্রোত টেনে নিয়ে গেছে কৃষকের এক হাজার মহিষ।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান জানান, ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে পুকুর ও ঘের ডুবে ক্ষতি হয়েছে ৬৪ কোটি টাকা। এর মধ্যে শুধু পটুয়াখালীতে ৫৫ কোটি টাকার মাছ ভেসে গেছে।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক জানান, পানি বৃদ্ধি পাওয়ায় বিভাগে প্রায় এক হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা-পাকা সড়ক। গাছপালা, পানের বরজ ও শাকসবজির ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে কৃষকের প্রায় এক হাজার মহিষ ভেসে গেছে।

পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে সাগরের পানির চাপে বরগুনা সদরে বেড়িবাঁধের চারটি পয়েন্ট, বামনায় দুটি, বেতাগীতে একটি, পাথরঘাটায় একটি, আমতলীতে একটি, পটুয়াখালীর কলাপাড়ার নিজামপুরে একটি, ধুলাসারে একটি এবং ভোলার মনপুরায় একটি পয়েন্টসহ দেড় কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে বিস্তীর্ণ লোকালয়।

এ বিভাগের আরো খবর