বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দোকানের শাটারে ব্যবসায়ীর লাশ, হত্যার অভিযোগ

  •    
  • ২৭ মে, ২০২১ ২০:০৮

সুধারাম থানার ওসি জানান, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কি না ময়নাতদন্তের রিপোর্টের আগে বলা যাবে না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালী সদরে নিজ দোকান থেকে মো. জুয়েল নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে দোকানের শাটারে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেছে পরিবার।

উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

৩৫ বছর বয়সী জুয়েল ধর্মপুরের আবুল কালামের ছেলে। তিনি গ্রামের ড্রিম ওয়ার্ল্ড পার্কের কাছে বড় মুদি দোকানের মালিক ছিলেন।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন জুয়েল। একটি ফোন পেয়ে আবার দোকানে চলে যান তিনি। এরপর আর ফিরে আসেননি।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সকালে লোকজন দোকানের শাটার আংশিক খোলা দেখে এগিয়ে যান। তারা জুয়েলের মরদেহ শাটারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানান। পুলিশ এসে লাশ উদ্ধার করে।জুয়েলের পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সঙ্গে মসজিদ কমিটি ও জমি নিয়ে জুয়েলের বিরোধ চলছিল। ওইসব লোক তাকে প্রায়ই হুমকি দিতেন।

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন জুয়েলের বাবা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কি না ময়নাতদন্তের রিপোর্টের আগে বলা যাবে না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, ওসি সাহেদ উদ্দিন, পিবিআই ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিভাগের আরো খবর