বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মায় ভাঙন, হুমকির মুখে ব্রিজ-গ্রাম

  •    
  • ২৭ মে, ২০২১ ১৮:২৫

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ নিউজবাংলাকে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। এই ভাঙন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমির ক্ষতি হতে পারে।

হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ফরিদপুরে পদ্মা নদীর কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে শহরতলির গোলডাঙ্গি ও ডিক্রিরচর এলাকার নদীর ১০০ মিটার অংশ ভেঙে পড়েছে।

হুমকির মুখে পড়েছে ব্রিজসহ কয়েকটি গ্রাম। ভাঙন-আতঙ্কে রয়েছে সদর উপজেলার দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

ভাঙনের খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু তোলায় হঠাৎ ভাঙতে শুরু করেছে নদীর তীর।

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তকুজ্জামান বলেন, গত দুই দিনে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ছোট আলী বিশ্বাসের ডাঙ্গি, বাসির মোল্লার ডাঙ্গি, কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি ও শুকুর আলী বিশ্বাসের ডাঙ্গিতে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়াও নর্থ চ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নের সীমান্তবর্তী গোলডাঙ্গা ব্রিজ এলাকায় ১০০ মিটার নদীতে চলে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ নিউজবাংলাকে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। এই ভাঙন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমির ক্ষতি হতে পারে।

তিনি বলেন, দ্রুতই পদ্মার এই অংশের ভাঙন রোধে কাজ শুরুর চেষ্টা করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার নিউজবাংলাকে বলেন, ‘আমি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। ভাঙন রোধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।’

এ বিভাগের আরো খবর