ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর লোহালিয়া নদীতে জোয়ারের পানিতে ভেসে এক নারীর মৃত্যু হয়েছে।
দুমকী উপজেলার সন্তোষদি চর এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত হাসিনা বেগমের বাড়ি সন্তোষদি চর এলাকায়। তার পাঁচ সন্তান রয়েছে।
মুরাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হুমায়ুন কবির নিউজবাংলাকে জানান, দুপুরের দিকে হাসিনা তার বাড়ির পাশের লোহালিয়া নদীর পারে হোগলাপাতা কাটতে যান। আধ ঘণ্টা পর স্থানীয় লোকজন তাকে পানিতে ভাসতে দেখে।
হাসিনাকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক মো. মোমেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত পানি পেটে ঢুকে তার মৃত্যু হয়েছে।
তবে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, এখনও এরকম কোনো খবর পাইনি। তবে খোঁজ নিচ্ছি।
ভারতের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলাদেশে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলের বেশ কিছু জায়গায় বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। কিছু বেড়িবাঁধ ভেঙেও গেছে।
গত দুইদিন লোহালিয়া নদীতে পানির চাপ কম থাকলেও বৃহস্পতিবার জোয়ারের পানি অন্যান্য দিনের তুলনায় বেশি দেখা গেছে।