বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের একমাত্র জেটি। ধসে পড়ছে এর প্লাটুনের বেশ কিছু অংশ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের কাজ শেষ হতে না হতেই ইয়াসের কবলে পড়েছে সেটি। সাগরের জোয়ারের পানির তীব্র ধাক্কায় এরইমধ্যে দ্বীপের পশ্চিম পাশের বেশ কিছু ব্লক সরে গেছে।
এই জেটি দিয়েই দ্বীপে আসা-যাওয়ার করে পর্যটক ও দ্বীপের বাসিন্দারা। এ কারণে জরুরি ভিত্তিতে এটি সংস্কারের আবেদন পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ নিউজবাংলাকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপের চারিদিকে প্রায় ১০টি অংশে ভাঙন দেখা দিয়েছে। দ্বীপের দক্ষিণ পাশের একটি জামে মসজিদের অনেক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে জেলেদের বেশ কিছু বোট, ট্রলার ঢেউয়ের আঘাতে নষ্ট হয়েছে। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু বাড়ি-ঘর।
স্থানীয় লোকজন জানান, প্রবাল দ্বীপের অসংখ্য গাছপালা উপড়ে গেছে ঝড়ে।
পানির তোড়ে বেড়িবাঁধ যে কোনো সময় ধসে যাওয়ার আশঙ্কায় আছে এলাকাবাসী। দ্বীপ রক্ষার একমাত্র ভরসা এই বেড়িবাঁধ ধসে পড়লে ঝুঁকিতে পড়বে সেখানকার হাজারও মানুষ।
তবে ক্ষতিগ্রস্ত এই বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীণ কুমার গোস্বামী।
তিনি জানান, এই বাঁধ নির্মাণ প্রকল্প কাজ এখনও শেষ হয়নি। যেসব অংশ ভেঙ্গেছে তা ফের মেরামত করা হবে।