বরিশালের হিজলায় ছাগলকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে গেলে বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
হিজলার উত্তর শ্রীপুর গ্রামে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন কাশেম হাওলাদার ও তার ছেলে মুকতার হাওলাদার।
তাদের উদ্ধার করতে গিয়ে কাশেমের আরেক ছেলে মনির হোসেন আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।
স্থানীয়রা জানান, ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য সকালে বাড়ির পাশে মাঠে নিয়ে যান কাশেম ও মনির। ছাগলটি তাদের কাছ থেকে ছুটে পাশের একটি ইটভাটার কাছাকাছি চলে যায়। সেখান থেকে ছাগলটি ফেরাতে গেলে অসাবধানতাবশত কাশেমের হাত বিদ্যুতের তার স্পর্শ করে। তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে মুকতারও বিদ্যুতায়িত হয়। তাদের দুজনকে উদ্ধার করতে গিয়ে আঘাত পান মনির।
স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কাশেম ও মুকতারকে মৃত ঘোষণা করেন। মনির ওই হাসপাতালে এখন চিকিৎসাধীন।
স্থানীয়দের অভিযোগ, ওই তার দিয়ে বিদ্যুতের অবৈধ সংযোগ নেয় ইটভাটা কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ওসি অসীম কুমার।