রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের পরদিন প্রতিবেশীর বাড়িতে মাটিচাপা অবস্থায় পাওয়া গেছে ১০ বছরের কন্যাশিশুর মরদেহ।
মিঠাপুকুরের বালুয়া মাসুমপুর গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে পাওয়া গেছে মরদেহটি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুটি বুধবার সন্ধ্যায় মায়ের কাছ থেকে চিপস কেনার জন্য টাকা নিয়ে বেরিয়ে যায়। এরপর তার খোঁজ মেলেনি।
স্থানীয় লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে শিশুটির প্রতিবেশী শাহিন মিয়ার ঘরে মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। সন্দেহের জেরে সেখানে গিয়ে মাটি সরাতেই শিশুর হাত দেখতে পান তার বাবা ও পরিবারের সদস্যরা।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে। সেখানে গিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ওসি জানান, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। দুপুর ১২টা পর্যন্ত মরদেহ উদ্ধারের কাজ চলছিল। তখনও কাউকে আটক করা হয়নি।