ঝালকাঠির রাজাপুরে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তলিয়ে যাওয়া দুই এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তাদের একজনের নাম ছামিয়া; বয়স ৭ বছর। অপরজন সিয়াম হোসেন; বয়স ৮ বছর।
ছামিয়ার বাড়ি রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামে। সিয়াম একই উপজেলার মেডিক্যাল মোড়সংলগ্ন মিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
ছামিয়ার বাবা সাইফুল ইসলাম জানিয়েছেন, বুধবার সন্ধ্যার আগে মেয়েকে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজ করতে থাকেন। পরে বাড়ির পাশের খালে ছামিয়াকে মৃত অবস্থায় দেখা যায়।
এর আগে বিকেল ৪টার দিকে উপজেলার মেডিক্যাল মোড়সংলগ্ন মিয়াবাড়ি এলাকায় বাসার সামনে আসা জোয়ারের পানিতে ডুবে মারা যায় সিয়াম।
সিয়ামের বাবা ফারুক হাওলাদার নিউজবাংলাকে বলেন, তার শিশুসন্তান রাজাপুর আযীযিয়া নূরানী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।
সন্তানকে পড়ানোর জন্যই তারা গ্রামের বাড়ি পিংরি থেকে রাজাপুর মেডিক্যাল মোড়ে বাসা ভাড়া করে থাকেন।
বুধবার দুপুরের পর সিয়াম ঘরের বাইরে খেলতে যায়। অনেক সময় পরও না ফেরায় খোঁজ করতে গিয়ে বাড়ির পাশেই ভরা ডোবায় তাকে ভাসতে দেখা যায়।
সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।