বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ১

  •    
  • ২৬ মে, ২০২১ ২২:৪০

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বেলা ২টার দিকে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে ওই সিএনজিচালিত অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি বাস যানটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন।

চট্টগ্রামের পটিয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

বুধবার বেলা ২টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব উদ্দিন জঙ্গলখাইন ইউনিয়নের মো. ইয়াকুব নবির ছেলে। আহত দুজন হলেন নাছির উদ্দিন ও মিতা আক্তার। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বেলা ২টার দিকে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে ওই সিএনজিচালিত অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি বাস যানটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন।

‘তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুবকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই দুটি যানের চালক পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আইয়ুবের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর