চাঁদপুরে এক গরু বেপারীর চুরি হওয়া ৫ লক্ষ ৮৫ হাজার টাকাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে বিউটি খাতুন নামে ওই নারীকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ।
তিনি জানান, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া এলাকার দম্পতি হুমায়ুন আহমেদ ও তার স্ত্রী বিউটি খাতুন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গরু ব্যবসায়ী নজরুল ইসলামের গোয়ালঘরে কাজ করতেন। তারা গোয়ালঘরের পাশের একটি ঘরে বসবাস করতেন।
গত ১৪ মে ঈদ উপলক্ষে এই দম্পতি নজরুলের বসতঘরে এসে ঘুমান। মধ্যরাতে নজরুলের কাঠের আলমারির ড্রয়ারের তালা ভেঙে গরু বিক্রির ১২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে কৌশলে পালিয়ে যান তারা।
অনেক খোঁজাখুজি করে কোনো সন্ধান না পেয়ে গত ২৪ মে সোমবার চাঁদপুর মডেল থানায় একটি চুরির মামলা করেন নজরুল ইসলাম। পরে মঙ্গলবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে নগদ ৫ লক্ষ ৮৫ হাজার টাকাসহ বিউটি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, অভিযোগ পাওয়ার পর পরই আমরা চোর ধরতে কাজে নেমে পড়ি। থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার রাত ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিউটি খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে নগদ ৫ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, চুরি করা টাকা নিয়ে তারা গাজীপুরে পালিয়ে আত্মগোপন করেন। পরে অভিযান চালিয়ে বিউটি খাতুনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার স্বামী হুমায়ুন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।