গাজীপুরের কাপাসিয়ায় সাত বছরের এক শিশুকে আম দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তার নাম কফিল উদ্দিন। ৫০ বছর বয়সী এই ব্যক্তি উপজেলার পানবরাইত গ্রামের বাসিন্দা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আম দেয়ার কথা বলে ওই শিশুকে নিজের খালি ঘরে ডেকে নিয়ে যান কফিল। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালান।
শিশুটি কান্নাকাটি শুরু করে এবং ঘটনাটি মাকে বলে দেবে বলে জানায়। তখন কফিল তাকে ছেড়ে পালিয়ে যান।
মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে সবকিছু খুলে বলে। পরে স্থানীয়ভাবে শালিস করার চেষ্টা চালায় মাতুব্বররা।
এতে রাজি না হয়ে রাতেই শিশুটির মা কফিল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেন।
বুধবার দুপুরে কাপাসিয়া থানার পানবরাইত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।