কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বামীর সহযোগিতায় স্বামীর ভগ্নিপতি এক নববধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় স্বামীকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। বর্তমানে ভুক্তভোগী নববধূ কচাকাটা থানায় ভিকটিম সাপোর্ট হোমে রয়েছে।
ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নে। ভুক্তভোগী নববধূ এবং পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার কেদার ইউনিয়নের শিপেরহাট গ্রামের লাল দেওয়ানীর ছেলে শ্রমিক আব্দুল হাকিমের সঙ্গে ১৮ বছর বয়সী ওই তরুণীর বিয়ে হয়।
সোমবার সন্ধ্যায় ওই নববধূ স্বামী হাকিমের ভগ্নিপতি একই ইউনিয়নের শ্রমিক বাবু মিয়াসহ নিজের বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই তরুণী তার স্বামী, স্বামীর ভগ্নিপতিসহ পাশে চাচার বাড়িতে বেড়াতে যায়। এসময় চাচার বাড়ি ফাঁকা পেয়ে স্বামী হাকিমের সহযোগিতায় ওই নববধুকে ধর্ষণ করে বাবু মিয়া।
পরে ঘটনাটি ওই তরুণী তার পরিবারের কাছে জানান। তার বড় ভাই বুধবার সকালে কচাকাটা থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগে নববধূকে উদ্ধার এবং তার স্বামী আব্দুল হাকিমকে আটক করে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকেই বাবু মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম পুলিশের হেফাজতে আছেন। ভিকটিমের স্বামীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।