নেত্রকোণার সোমেশ্বরী নদীতে নিখোঁজের সাড়ে সাত ঘণ্টা পর আব্দুল হাকিম নামের এক বালুশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর অংশ থেকে বুধবার বেলা আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সকাল ৭টার দিকে নদীর তিন নম্বর বালুমহালে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় নদীতে নেমে ডুব দেয়ার পর তিনি নিখোঁজ হন।
আব্দুল হাকিমের বাড়ি উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামে।
স্থানীয় লোকজন জানান, নদী থেকে বালু তোলার জন্য কিছু সময় পরপর নদীর তলদেশের ড্রেজারের পাইপের জায়গা পরিবর্তন করতে হয়। এই কাজের জন্যই হাকিম পানিতে নামেন। পরে পানির নিচ থেকে তিনি আর ওপরে উঠে আসেননি। এ অবস্থায় সেখানে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধারের চেষ্টা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সঙ্গে হাকিমকে উদ্ধারের জন্য অভিযান চালায়। একপর্যায়ে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে যোগ দেয় উদ্ধার কাজে। পরে বেলা আড়াইটার দিকে তিন নম্বর বালুমহাল ঘাট থেকেই হাকিমের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে আব্দুল হাকিমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।