পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরইকান্দিতে দাশুরিয়া–রাজশাহী মহাসড়কে বুধবার দুপুর এই দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল ছলিমপুর ইউনিয়নের ভারইমারি আনান্দ বাজার এলাকার খুদু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীরা জানায়, শেখপাড়া থেকে দাশুড়িয়াগামী গরু বোঝাই নসিমন সরাইকান্দি আরআরপি ফিড মিলের সামনে পৌঁছলে এসবি পরিবহনের একটি বাসে সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমনে থাকা গরু ব্যবসায়ী এনামুল মণ্ডল ও নসিমনের চালক উকিল উদ্দিন আহত হয়।
তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক এনামুলকে মৃত্যু ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বাবুল বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত রোববার একইস্থানে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষ দুইজন নিহত হন।