বরিশালের বাকেরগঞ্জে জোয়ারের পানিতে প্লাবিত এলাকায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার নিয়ামতি ও গাড়ুড়িয়া ইউনিয়নে বুধবার দুপুরে এই প্রাণহানির ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল।
মৃত সুমাইয়া নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং গারুড়িয়া ইউনিয়নের রুনসী পশুয়ী গ্রামের আলী আজহারের মেয়ে আজোয়া। তাদের দুজনের বয়সই তিন বছর।
পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল নিউজবাংলাকে বলেন, ‘নিজ নিজ বাড়ির সামনে জোয়ারের পানিতে নেমে পা পিছলে ডুবে যায় সুমাইয়া ও আজোয়া। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’