বাগেরহাটে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে যাওয়া চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম থেকে বুধবার দুপুর ১টার দিকে শিশু জিনিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
সকাল ১০টার দিকে জোয়ারের পানিতে উপজেলার চালিতাবুনিয়া গ্রাম প্লাবিত হলে নিখোঁজ হয় ওই শিশু। সে ওই গ্রামের কামাল গাজীর মেয়ে।
খাউলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন নিউজবাংলাকে বলেন, ‘জোয়ারের পানিতে চালিতাবুনিয়া গ্রাম প্লাবিত হয়। সকালে বাড়ির উঠানের এক জায়গায় খেলা করছিল শিশু জিনিয়া। কোনো এক সময় মেয়েটি পানিতে তলিয়ে যায়। তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকে।’
তিনি আরও জানান, দুপুরে কামাল গাজীর বাড়ির পাশের একটি ডোবা থেকে জিনিয়ার দেহ উদ্ধার করা হয়। মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আলমগীর।