চট্টগ্রামের ফটিকছড়িতে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।
উপজেলার নাজিরহাটের আজম রোড এলাকায় মঙ্গলবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় একজন ও বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন নাজিরহাট পৌরসভার এবিসি এলাকার নন্না মিয়া, তার স্ত্রী ডলি আক্তার ও দৌলতপুর এলাকার লয়লা বেগম। সম্পর্কে তিনি নন্না মিয়ার শ্যালিকা।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন নিউজবাংলাকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নাজিরহাটগামী একটি অটোরিকশা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।
এতে গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডলি আক্তারকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
এসআই বিল্লাল আরও জানান, হাসপাতালে নেয়ার পর মধ্যরাতে মৃত্যু হয় লয়লা বেগমের। আর ভোরে নন্না মিয়ারও মৃত্যু হয়।
দুর্ঘটনায় কবলিত যান দুটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে কোনো চালককে আটক করা সম্ভব হয়নি।
নিহত তিনজনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে বলেও জানান এ কর্মকর্তা।