ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে শিক্ষার্থীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
জামালপুর-মুক্তাগাছা সড়কে উপজেলার চেচুয়া ভাবকীড় মোড়ে মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার মো. মারুফ ও ইদ্রিস আলী। মারুফ ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থী ছিলেন। ইদ্রিস ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ জানান, বিকেলে একটি অটোরিকশা মুক্তাগাছা থেকে যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা হয়। অটোরিকশাটি চেচুয়া ভাবকীড় মোড় পার হতেই বিপরীত দিক থেকে আসা মালবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার যাত্রী ইদ্রিস ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত দুইজনকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আর গুরুতর আহত মারুফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মারুফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকজনের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
যানবাহন দুটি জব্দ করা হলেও চালকদের আটক করা যায়নি বলেও জানান ওসি।