ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার চরচান্দিয়ায় বাহিরের চরের ছোট ফেনী নদী থেকে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ এই মরদেহ উদ্ধার করে।
নিহত জেলে হাদি উজ জামানের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শেখপাড়া গ্রামে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছোট ফেনী নদীর বাহিরের চরে ১০-১২ জন জেলে মাছের পোনা ধরতে যান। অন্য দিনের থেকে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে অন্যরা বাঁচতে পারলেও জামান নদীর পানিতে তলিয়ে যান।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। তিনি মৌসুমি জেলে। গলদা চিংড়ির পোনা ধরতে আসেন সোনাগাজী অঞ্চলে।ওসি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। মরদেহ সাতক্ষীরায় গ্রামের বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে।