বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইয়াস: ভোলায় গাছচাপায় কৃষকের মৃত্যু

  •    
  • ২৬ মে, ২০২১ ০৮:৩০

কৃষক তাহের রাতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলেন। সে সময় প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছিল। বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঝড়ে উপড়ে রেইনট্রি তার ওপর এসে পড়ে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝড়ে ভোলায় ভেঙে যাওয়া গাছের নিচে চাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম আবু তাহের।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, কৃষক তাহের রাতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলেন। সে সময় প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছিল। বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঝড়ে উপড়ে পড়া রেইনট্রি তার ওপর এসে পড়ে।

ওসি আরও জানান, পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাহেরকে পাঠানো হয় সদর হাসপাতালে। সেখানে চিকিৎসার সময় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ওসি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইয়াসের প্রভাবে ভোলায় মঙ্গলবার রাতভর ঝড়-বৃষ্টি ছিল। তবে ভোরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও সকাল ৭টা নাগাদ তাও কমে গেছে।

এর আগে মঙ্গলবার বিকেলে প্রবল জোয়ারে পড়ে ভোলা সদরের ধনিয়া তুলাতুলী এলাকায় মেঘনা নদীতে একটি মাছধরার ট্রলারের তলা ফেটে ডুবে যায়। ট্রলারে থাকা সাত জেলে সাঁতরে তীরে আসতে সক্ষম হন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ইয়াসের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে আছে সাগর উপকূলের বাসিন্দারা। তাদের মঙ্গলবার রাতে সরিয়ে নেয়া হয়েছে। কোস্টগার্ডের একটি দল ঢালচর থেকে ট্রলারে করে তাদের কচ্ছপিয়া ঘাটে নিয়ে আসে। এসব মানুষ রাতেই আশ্রয়কেন্দ্র বা তাদের সুবিধামতো স্থানে অবস্থান করছেন।

উপকূলের মানুষকে নিরাপদে আনার এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জোয়ারে মঙ্গলবার ভোলার বি‌ভিন্ন নদ-নদীর পা‌নি স্বাভা‌বিকের চে‌য়ে সাত থেকে আট ফুট বেড়ে যাওয়ায় দুই ইউ‌নিয়নের ছয় গ্রামে পানি ঢুকেছে। এসব গ্রামে পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে প্রায় ছয় হাজার মানুষ।

চরফ‌্যাশন উপ‌জেলার ঢালচর ইউ‌নিয়‌ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় চেয়ারম‌্যান সালাম হাওলাদার জানান, পানি ওঠায় পুকুর ও ঘে‌রের মাছ ভে‌সে গে‌ছে।

জোয়ারের পানির তোড়ে মনপুরার ছয় মিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।

মনপুরা থেকে বিচ্ছিন্ন চরকলাতলী ও চরনিজামের নিম্নাঞ্চ‌ল জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবরও পাওয়া গেছে। স্থানীয় চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপকের নেতৃত্বে সেখানকার বেড়িবাঁধ মেরামত করতে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মীদের।

এ বিভাগের আরো খবর