কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গোসলখানায় ঢুকে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির দায়ে শফিকুল ইসলাম নামে ২২ বছরের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান তাকে কারাদণ্ডের আদেশ দেন।
শফিকুল ইসলাম চরপাড়া গ্রামের বাসিন্দা।
তার বাবা বাবা জানান, তার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে শফিকুল দ্বিতীয়। আগে সে হোসেন্দী কলেজে পড়ত। কিন্তু মানসিক সমস্যায় ভোগার কারণে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। সে আর দশটা স্বাভাবিক মানুষের মতো নয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান নিউজবাংলাকে বলেন, ‘বেলা ১১টার দিকে মেয়েটি বাথরুমে গোসল করা অবস্থায় শফিকুল সেখানে ঢুকে তার শ্লীনতাহানি করে। পরে বাড়ির লোকজন তাকে আটকে রেখে মোবাইল ফোনে আমাকে জানালে পুলিশ নিয়ে সেখানে হাজির হই। সাক্ষীদের বক্তব্য শুনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিকেল ৪টার দিকে তাকে দুই বছরের কারাদণ্ড দিই।’
শফিকুলের মানসিক সমস্যা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে স্বাভাবিক মনে হয়েছে। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শফিকুল মাদকাসক্ত।’