বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাচারকালে ৪৩ হাজার স্ক্র্যাচকার্ড জব্দ, আটক ১

  •    
  • ২৫ মে, ২০২১ ২৩:২২

লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, করোনার সময়ে চোরাকারবারীদের যে কোন তৎপরতা ও কর্মকাণ্ড বন্ধ করার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ৪৩ হাজার ১৪৩ পিস আন্তর্জাতিক ফোনের স্ক্র্যাচ কার্ড জব্দ করেছে।

এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. আমিনুর।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, করোনার সময়ে চোরাকারবারীদের যে কোন তৎপরতা ও কর্মকাণ্ড বন্ধ করার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার জানা যায়, দুই ব্যক্তি বিপুল পরিমানে আন্তর্জাতিক ফোনের স্ক্র্যাচ কার্ড বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে সাদিপুর সেতু এন্টারপ্রাইজের অফিসের ভিতর অবস্থান করছে।

এই খবরের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বেনাপোল কোম্পানি সদরে কর্মরত নায়েব সুবেদার মো. ইউনুস আলীর নেতৃত্বে একটি বিশেষ দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

দুপুর ১২ টার দিকে অভিযানে মেইন পিলার ১৮/৮-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের সাদিপুর সেতু এন্টারপ্রাইজের অফিস থেকে সন্দেহজনকভাবে খাকি টেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি কার্টুনসহ একজনকে আটক করা হয়।

পরবর্তীতে কার্টুনটি তল্লাশি করে ৪৩ হাজার ১৪০ পিস আন্তর্জাতিক ফোনের স্ক্র্যাচ কার্ড জব্দ করা হয়।

লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, কার্ডগুলোর আনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় তিন কোটি ৮২ লাখ ৪৯হাজার ৬১৯ টাকা।

আটককৃত ব্যক্তি ও পলাতকতের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর