বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিকারিদের ধরা সহস্রাধিক পাখি মুক্ত আকাশে

  •    
  • ২৫ মে, ২০২১ ২৩:১৪

সৈকত জানান, সোমবার দুপুরে বন্ধুদের নিয়ে পদ্মার চরে ঘুরতে যান তিনি। সেখানে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন, বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে ধরা সহস্রাধিক পাখি একটি তাঁবুর ভেতর আটকে রেখেছে চোরা শিকারিরা। পরে বন্ধুদের নিয়ে তিনি তাবুটি খুঁজে বের করেন।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পদ্মার চর থেকে শিকারিদের ধরা সহস্রাধিক পাখি মুক্ত করে দিয়েছেন যুবলীগের স্থানীয় এক নেতা।

রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকত খান সোমবার বন্ধুদের নিয়ে পাখিগুলো মুক্ত করেন। মঙ্গলবার নিজের ফেসবুকে এ নিয়ে ভিডিও প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়।

সৈকত জানান, সোমবার দুপুরে বন্ধুদের নিয়ে পদ্মার চরে ঘুরতে যান তিনি। সেখানে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন, বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে ধরা সহস্রাধিক পাখি একটি তাঁবুর ভেতর আটকে রেখেছে চোরা শিকারিরা। পরে বন্ধুদের নিয়ে তিনি তাবুটি খুঁজে বের করেন।

তিনি আরও জানান, পলিথিন, কাগজ ও খড় দিয়ে তৈরি করা তাবুর ভেতর দুই ধাপে মশারি দিয়ে বিভিন্ন প্রজাতির সহস্রাধিক পাখি পান তারা। পরে বন্ধুদের নিয়ে তিনি পাখিগুলো আকাশে ছেড়ে দেন। তবে এ সময় তাবুর আশেপাশে কাউকে পাননি তারা।

প্রত্যক্ষদর্শী রাজিব হোসেন জানান, পাখিগুলো ছেড়ে দেয়ার পর অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। পদ্মার চরের আকাশ পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে।

দেশের বন্য পশুপাখি সংরক্ষণ আইন অনুযায়ী, বন্য পশুপাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি ৫০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাস/১ বছরের জেল।

এ বিভাগের আরো খবর