কুড়িগ্রামের রাজারহাটে দুর্বৃত্তের দেয়া গরম পানিতে ঝলসে গেছে এক নারী ও তার আড়াই বছরের শিশু।
রাজারহাট থানায় সোমবার রাতে তারা মামলা করার পর বিষয়টি জানাজানি হয়।
আহতরা হলেন বিউটি আক্তার ও তার সন্তান সিদরাতুল ইসলাম সাফিক। তারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চাকিরপাশা ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে নিজ বাড়ির উঠানে বসেছিলেন তারা। হঠাৎ টিনের বেড়ার বাইরে থেকে কে বা কারা তাদের ওপর ফুটন্ত পানি ছুড়ে দেয়।
এরপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার নিউজবাংলাকে জানান, এ ঘটনায় সোমবার রাতে ওই নারীর স্বামী আমিনুল ইসলাম অভিযোগ করেছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।