চট্টগ্রামের বায়েজিদে ট্রাকের ধাক্কায় মো. হোসাইন নামের তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
মোহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে মঙ্গলবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন বায়েজিদ থানা এলাকার মোহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাড়ির ইয়াসিনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় একটি দ্রুতগতির খালি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ট্রাকটি আটক করা হলেও পালিয়েছেন চালক। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।’