বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিম্নমানের ইটে আশ্রয়ণের ঘর, কাজ বন্ধ করলেন এমপি

  •    
  • ২৫ মে, ২০২১ ২০:৩১

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘দুপুরে ভেবটগাড়ী গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ পরিদর্শন করতে যাই। সেখানে ১ নম্বর ইটের সঙ্গে ২ ও ৩ নম্বর ইট দেখতে পাই। তাৎক্ষণিক প্রকল্পসংশ্লিষ্টদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিই। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

নিম্নমানের ইট দিয়ে ঘর নির্মাণের অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন সংসদ সদস্য শিবলী সাদিক।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী গ্রামে মঙ্গলবার দুপুরে প্রকল্প পরিদর্শনে গিয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক কাজ বন্ধ করে দেন।

শিবলী সাদিক বলেন, ‘দুপুরে ভেবটগাড়ী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ পরিদর্শন করতে যাই। সেখানে ১ নম্বর ইটের সঙ্গে ২ ও ৩ নম্বর ইট দেখতে পাই। তাৎক্ষণিক প্রকল্পসংশ্লিষ্টদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিই। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল আজম বলেন, ‘দুপুরে ভেবটগাড়ী গ্রামে প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সংসদ সদস্য কিছু খারাপ ইট দেখতে পান। তিনি ইটগুলো পরিবর্তনের আদেশ দেন। খারাপ ইটগুলো পরিবর্তনের ব্যবস্থা করছি।’

আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় নবাবগঞ্জ উপজেলায় ২৭৩টি ঘর নির্মাণ করা হয়েছে। নতুন করে আরও ৪০০ ঘর নির্মাণ চলছে। এর মধ্যে ভেবটগাড়ী গ্রামে ১২০টি ঘর নির্মাণ করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর