ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানির তোড়ে ৬ মিটার বেড়িবাঁধ ধসে গেছে। এতে প্লাবিত হয়েছে অন্তত সাতটি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
এ ছাড়া মনপুরা থেকে বিচ্ছিন্ন চরকলাতলী ও চরনিজামের নিম্নাঞ্চল পাঁচ থেকে ছয় ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্লাবিত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টায় মেঘনার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাউল বাড়ি এলাকায় ছয় মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এতে সোনারচর, চরযতিন, দাসেরহাট, চরজ্ঞান, কাউয়ারটেক, কূলাগাজী তালুক, নায়বের হাট গ্রাম প্লাবিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা নিউজবাংলাকে জানান, জোয়ারে নিম্নাঞ্চল চার-পাঁচ ফুট প্লাবিত হয়েছে।
দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ভেঙে যাওয়া ছয় মিটার বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। মেঘনার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।