সদর ও সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কৃষক। তিনি সেচপাম্পের সুইচ চালু করতে গিয়ে প্রাণ হারান।
নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কৃষক।
সদর ও সিংড়া উপজেলায় মঙ্গলবার সকালে এই প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা নিউজবাংলাকে বলেন, সিংড়ার আরকান্দির রমজান আলী সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার আলাইপুরে ব্যবসায়ী ওয়াজেল হোসেন বিপ্লব বাড়ির পাশে সড়কের ধারে গাছ থেকে শজিনা পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।