বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বর্ষার আগেই যমুনায় ভাঙন, নদীগর্ভে ১০০ মিটার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ মে, ২০২১ ১৬:২৪

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, ভাঙন হয় সাধারণত বর্ষায়। এখন এই জৈষ্ঠ্যের মধ্যেই যমুনায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।

বগুড়ার ধুনটে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে তীরের প্রায় ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে।

পানির প্রবল স্রোতে মঙ্গলবার সকালে ঘূর্ণাবর্তের সৃষ্টি হলে ভান্ডারবাড়ি বাজারের সামনে এই ভাঙন দেখা দেয়। এখন ভাঙনের ঝুঁকিতে পড়েছে যমুনার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও তীরবর্তী বসতবাড়ি।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্বপাশ দিয়ে বহমান যমুনা নদীতে পানি বাড়ছে কয়েক দিন ধরে। সেই সঙ্গে নদীতে স্রোতও প্রবল। এতে নদীর বুকে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে।

অব্যাহত পানি বৃদ্ধির ফলে ঘূর্ণাবর্তে পড়ে ভান্ডারবাড়ি বাজারের সামনে নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ভাঙনে তীরের প্রায় ১০০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। এতে যমুনাপাড়ের মানুষ এখন আতঙ্কিত।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, ভাঙন হয় সাধারণত বর্ষায়। এখন এই জৈষ্ঠ্যের মধ্যেই যমুনায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধ না করা হলে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধে আশ্রিতদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, যমুনা নদীর ভাঙনের বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। খোঁজ নিয়ে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর