লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
উপজেলার দুর্গাপুর সীমান্তে চওড়াটারী বজলার দীঘি এলাকার ৯২৫ নম্বর পিলারের কাছে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত মিলন ইসলামের বাড়ি দুর্গাপুরের চওড়াটারী বজলার দীঘি এলাকাতেই।
লালমনিরহাট ১৫-বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার চোরাকারবারির একটি দল গরু আনার জন্য জেলার ৯২৫ নম্বর পিলার অতিক্রম করে ভারতের ১০০ গজ ভেতরে প্রবেশ করে।
এ সময় ভারতের কোচবিহার জেলার বিএসএফ ব্যাটালিয়ন-১০০ ক্যাম্পের টহল দল তাদর লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে গরু চোরাকারবারি মিলন গুলিবিদ্ধ হন।
এ সময় সহযোগীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।