বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁপাইনবাবগঞ্জে লকডাউন নিশ্চিতে মাঠে পুলিশ

  •    
  • ২৫ মে, ২০২১ ১৩:১৪

চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে রাজশাহী ও নওগাঁর যোগাযোগ বন্ধ হয়ে গেলেও অনেকে ছোট যান ও মাঝে মাঝে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। যারা ঘর থেকে বের হচ্ছেন, তাদের পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হয়েছেন, তাদের ঘরে ফেরত পাঠানো হচ্ছে।

দেশজুড়ে যখন লকডাউন শিথিল, তখন চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে কঠোর লকডাউন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসনের নির্দেশে মঙ্গলবার সকাল থেকে এই জেলায় কমে গেছে যানবাহন চলাচল।

লকডাউন কার্যকরে সকাল থেকেই পুলিশ ও জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে। শহরের সব প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।

যারা ঘর থেকে বের হচ্ছেন, তাদের পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হয়েছেন, তাদের ঘরে ফেরত পাঠানো হচ্ছে।

লকডাউনে আম কেনাবেচা বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়েছে। তাই শহরের পুরাতন বাজারে মঙ্গলবার সকাল থেকেই আম উঠেছে। তবে পরিমাণ খুবই কম।

আম ব্যবসায়ী সুকুমার সাহা জানান, আমের বাজারের শুরুতেই লকডাউন শুরু হয়ে গেল। লকডাউনে আম ব্যবসা আওতামুক্ত হলেও এর প্রভাব বাজারে পড়েছে। তাই বাজারে আম কম।

লকডাউনের আওতামুক্ত রয়েছে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক। বন্ধ আছে ট্রেন চলাচল।

চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে রাজশাহী ও নওগাঁর যোগাযোগ বন্ধ হয়ে গেলেও অনেকে ছোট যান ও মাঝে মাঝে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরি জানান, জেলায় এ পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩৭৩, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮ জন।

তিনি বলেন, জেলায় এখন শনাক্ত রোগী আছেন ২৯৭ জন, তাদের মধ্যে বেশির ভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ বিভাগের আরো খবর