বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের তথ্য বিকৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে চট্টগ্রামে বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসকে এম তোফায়েল হাসানের আদালতে সোমবার দুপুরে মামলাটি করেন আনিসুর রহমান নামে এক ব্যক্তি।
আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদী আনিসুর রহমান চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ওয়ার্ড যুবলীগের অর্থ সম্পাদক। অন্যদিকে অভিযুক্ত শাহেদুল ইসলাম চান্দগাঁও থানার বাসিন্দা। তিনি বর্তমানে শাহজালাল ইসলামী ব্যাংকে কর্মরত।
শাহেদুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ (২), ২৫ (২) এবং ২৯ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, ফেসবুকে লেখনির মাধ্যমে অভিযুক্ত শাহেদুল ইসলাম কৌশলে তার পরিবারের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষদের তুলনা করে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে পরিবেশিত তথ্য ও ইতিহাস বিকৃত করেছেন।
অভিযুক্ত নিজের ও তার পরিবারের শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখল ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধকে ভিন্নখাতে প্রবাহিত করতে জাতির পিতার পরিবারের সঙ্গে নিজের পরিবারের তুলনা করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন।
বাদীর আইনজীবী রুবেল পাল বলেন, ‘অভিযুক্ত শাহেদুল গত ২৩ এপ্রিল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের পঞ্চম ও ষষ্ঠ পাতার তথ্য বিকৃত করে নিজের এবং সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পরিবারকে জড়িয়ে আপত্তিকর তথ্য পরিবেশন করেন। এজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’