সিরাজগঞ্জে পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে সোমবার বিকেলে ওই কলেজছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কলেজছাত্র সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার দুপুর ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ওই ছাত্রের। মেয়েটিকে শহরের বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত তিনি। এ সময় গোপনে ওই ছাত্রীর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে রাখত।
ধারণকৃত সেই ছবিগুলো ১৩ মে ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেন ওই কলেজছাত্র। মুহূর্তের মধ্যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মেয়েটির বাবা সিরাজগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
এরপর থেকেই ওই কলেজছাত্র আত্মগোপনে চলে যান। ২৩ মে গভীর রাতে র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কলেজছাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।