পাবনার আটঘরিয়ায় অভিযান চালিয়ে আগ্নোয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব।
উপজেলার একদন্ত বাজার এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করা হয়।
সোমবার দুপুরে সাইফুলকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়। এ সময় অস্ত্র আইনে মামলা দিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
সাইফুল আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়ার বাসিন্দা।
র্যাব-১২ পাবনা ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাতে পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল একদন্ত বাজারে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভালবার ও গুলি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়া তিনি এলাকায় সন্ত্রসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।