নেত্রকোণার কেন্দুয়ায় ষাঁড়ের গুঁতায় আহত কৃষক চন্দু মিয়া মারা গেছেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৫০ বছর বয়সী চন্দু মিয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে পালরা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় লোকজন জানান, ১৬ মে দুপুরে প্রতিবেশী আবু সাদেকের ষাঁড়ের গুঁতায় গুরুতর আহত হন চন্দু মিয়া। তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চন্দু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
চন্দু মিয়ার মৃত্যুর ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান ওসি।