সুন্দরবন থেকে লোকালয়ে এসে কুকুরের তাড়া খেয়ে মারা গেছে একটি চিত্রল হরিণ।
সোমবার সকাল ৭টার দিকে বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের বনসংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে মৃত হরিণটি উদ্ধার করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফরিদুল ইসলাম জানান, সকালের কোনো এক সময় ভরাট হওয়া ভোলা নদী পার হয়ে হরিণটি বন থেকে পশ্চিম রাজাপুর গ্রামে ঢুকে পড়ে। এর পরই চার-পাঁচটি কুকুর ধাওয়া করে হরিণটিকে।
স্থানীয় কয়েকজন এ ঘটনা দেখে কুকুরগুলোকে অন্যদিকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে হরিণটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এসও ফদিুল ইসলাম জানান, মৃত চিত্রল হরিণটি স্ত্রী প্রজাতির। এর দৈর্ঘ্য চার ফুট, উচ্চতা দুই ফুট ১ইঞ্চি এবং ওজন প্রায় ১৬ কেজি। ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় কুকুরের তাড়া খেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নমুনা সংগ্রহ করে স্টেশন অফিস চত্বরে হরিণটি মাটিচাপা দেয়া হয়েছে।