চাঁদপুরের হাজীগঞ্জে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আদালতের মাধ্যমে সোমবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার ভোরে উপজেলার পূর্ব বড়কূল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার বিকেলে নদীবাড়ী এলাকায় ঘুরতে যান ওই তরুণী। সেখানে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। নদীবাড়ী থেকে ফেরার কথা জানালে ওই যুবক ফোন করে তার বন্ধুদের ডেকে নেন। এরপর তারা তাকে একটি অটোতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী বালুর মাঠে ধর্ষণ করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, রোববার রাতে ওই তরুণী চারজনের নামে ধর্ষণ মামলা করেন। মামলার পর সোমবার ভোরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, মামলার প্রধান ও তিন নম্বর আসামি এখনও পলাতক। তাদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।