বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদী থেকে মমতা খাতুন নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার হেউটনগর এলাকায় নদী থেকে সোমবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।৯০ বছর বয়সী মমতা খাতুন উপজেলার নিমগাছি ধলিপাড়ার মফিজ উদ্দিনের স্ত্রী।মমতার ছেলে বেলাল হোসেন জানান, তার মা রোববার সকালে বয়স্ক ভাতার টাকার খোঁজে নিমগাছি ইউনিয়ন পরিষদে যান। সেখান থেকে একই এলাকার বেড়েরবাড়ি ফকিরপাড়ায় মেয়ে কল্পনা খাতুনের বাড়িতে যান তিনি। দুপুরের দিকে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।
বাঙালি নদীতে সোমবার দুপুরে মায়ের ভাসমান মরদেহের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
ধুনট থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হবে। বৃদ্ধার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।