গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর ও ডুমদিয়া নিমতলায় সোমবার সাড়ে ১১ টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে ডুমদিয়া নিমতলা এলাকায় দ্রুতগামী একটি বাস এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
পুলিশ এখনও ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।
এদিকে, গোপীনাথপুর থেকে সোলেমান মোল্লা তার স্ত্রী ও নাতনীকে নিয়ে ইজিবাইকে করে পাশের বাসাবাড়ি গ্রামে যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলে সোলেমান মোল্লা নিহত হন। প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় নিহতের স্ত্রী ও নাতনী গুরুতর আহত হন। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।