চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬২ বছর বয়সী এ কে এম রেজাউল করিম ভূঁইয়ার বাড়ি চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে।
কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম নিউজবাংলাকে জানান, ২০০৮ সালের একটি চেক ডিজঅনার মামলায় গত ২৫ এপ্রিল রেজাউলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন।
কারাগারে আসার পর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তাকে ১০ মে সাঙ্গু ভবনে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়।
সোমবার দুপুরের দিকে অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।